parbattanews

নাইক্ষ্যংছ‌ড়ির তিন‌টি ইউ‌নিয়ন প‌রিষদে চলছে ভোট গ্রহণ

নাইক্ষ্যংছড়ির তিন‌টি ইউ‌নিয়ণ প‌রিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তিন‌টি ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ইউনিয়নগুলো হ‌চ্ছে নাইক্ষ্যংছ‌ড়ি সদর, সোনাইছড়ি ও ঘুমধুম।

সোমবার (১৪ অ‌ক্টোবর) সকাল ৯টা থে‌কে ভোটাররা লাই‌নে দা‌ঁড়ি‌য়ে ভোট দিতে শুরু করেছে। ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

সকাল থেকে এখনো পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রী‌তিকর প‌রি‌স্থি‌তির খবর পাওয়া যায়‌নি। তবে নিবার্চনে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কোন প্রার্থী অংশগ্রহণ না করায় তেমন কোন উ‌ত্তেজনা চোখে পড়েনি। তবে ভোট কেন্দ্রে পুরু‌ষের চে‌য়ে নারী ভোটার‌দের উপ‌স্থি‌তি বে‌শি।

এদিকে অপ্রী‌তিকর প‌রি‌স্থি‌তি সামাল দিতে নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট, পু‌লিশ, বি‌জি‌বিসহ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

তিন‌টি ইউ‌পি‌তে চেয়ারম্যান পদে ৭জন, পুরুষ মেম্বার পদে ৯৪জন ও ম‌হিলা মেম্বার পদে ২৮জন প্রার্থী প্র‌তিদ্বন্ধিতা করছে। ‌মোট‌ ভোটার রয়েছে ২৩হাজার ৯২২জন। এর ম‌ধ্যে পুরুষ ১২হাজার ১১৩জন ও ম‌হিলা ১১হাজার ৮০৯ জন ভোটার রয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ছালেহ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন কর‌তে নাইক্ষ্যংছড়ির তিন ইউনিয়নে ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, তিন জন নির্বাহী ম্যাজিষ্ট্রে‌ট ছাড়াও ৪ প্লাটুন বিজিবি, পুলিশের ৯টি দল ও র‍্যাবের ৬টি দল টহলে রয়েছে।

Exit mobile version