নাইক্ষ্যংছড়িতে ডাম্পারসহ কাঠ জব্দ
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি টহল দল কর্তৃক ড্রাম্পার ট্রাকসহ মালিক বিহীন ৭০ পিস আকাশ মনি গোল কাঠ জব্দ করা করা হয়েছে।
বুধবার (২৪ মে) রাত সাড়ে ৮টার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর টহল দল কর্তৃক নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ২ কি.মি. দক্ষিন-পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে বৌদ্ধ মন্দির নামক স্থান হতে টহল দল কর্তৃক একটি ট্রাকসহ মালিকবিহীন কাঠ উদ্ধার করা হয়।
আটককৃত কাঠভর্তি ট্রাকসহ নাইক্ষ্যংছড়ি রেঞ্জ বন বিভাগে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালান প্রতিরোধে তাদের এমন তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাপ্রবাহ: কাঠ, ডাম্পার, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment