নাইক্ষ্যংছড়িতে নবাগত পুলিশ সুপারের থানা পরিদর্শন

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শন করেছেন বান্দরবানের নবাগত পুলিশ সুপার সৈকত শাহীন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নবাগত বান্দরবান পুলিশ সুপার স্বপরিবারে কক্সবাজার থেকে সড়কপথে নাইক্ষ্যংছড়ি থানায় আসেন। এ সময় টান্টু সাহা, অফিসার ইনচার্জ, নাইক্ষ্যংছড়ি এর পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে পুুলিশ সুপার সৈকত শাহীন নাইক্ষ্যংছড়ি থানার সকল অফিসার-ফোর্সের সাথে সৌজন্যমূলক কৌশল বিনিময় করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার স্বপরিবারে নাইক্ষ্যংছড়ির উপবন পর্যটন লেক পরিদর্শন করেন।
দুপুর ২ টার দিকে ঘুমধুমের উদ্দেশ্য নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: থানা, নাইক্ষ্যংছড়ি, পরিদর্শন
Facebook Comment