নাইক্ষ‍্যংছড়িতে বার্মিজ চা-কফি আটক

fec-image

নাইক্ষ‍্যংছড়িতে মিয়ানমারের তৈরি কফি ও হ‍্যাপি টি জব্দ করেছে বিজিবি।

সোমবার (৯ অক্টোবর) দুপুর ১টায় ৩৪ বিজিবির অধীন বাইশফাঁড়ি বিওপির বিশেষ টহলদল অভিযান চালিয়ে এসব বার্মিজ পণ্য জব্দ করে।

সূত্র জানায়, বিওপি দক্ষিণ-পূর্বে মেইন পিলার-৩৭ এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি চাকমাপাড়ার আমবাগান নামক স্থান হতে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বার্মিজ কফি মিক্স- ২৮ প্যাকেট , হ্যাপি টি ৭ প‍্যাকেট।

উদ্ধারকৃত মালামাল বালুখালী কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন