নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে আবারো মর্টারশেল বিস্ফোরণ

আবারো মিয়ানমারের মর্টার সেলের আওয়াজে কাঁপলো বাংলাদেশের সীমান্ত এলাকা। বুধবার (১৪ সেপ্টেম্বর) ৩৪ ও ৩৫ পিলারের মাঝামাঝি এবং ৪৩ ও ৪৪ সীমান্ত পিলারের মাঝামাঝি পয়েন্টে এ আওয়াজ ভেসে আসে সীমান্তবাসীর।
সূত্র জানায়, বুধবার সকাল তুমরু সীমান্ত পয়েন্টে ৮টার দিকে ২টা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তমব্রুর ব্যাবসায়ী সরোয়ার কামাল। সীমান্তের এ পয়েন্ট ৩৪,৩৫ সীমানা পিলালের মাঝামাঝি এলাকা।
অপর দিকে জামছড়ি এলাকার মো. কামাল জানান, সকাল ১১টা থেকে ১২টা পযর্ন্ত মিয়ানমারের ভেতরে ১০টি বিস্ফোরণের আওয়াজ তিনি শুনেছেন।
দক্ষিণ চাকঢালার ফরিদ আহমদ বলেন, সীমান্ত আগের চাইতে অনেক শান্ত আছে, আগের মত অহরহ গুলার শব্দ শুনা যাচ্ছেনা। মাঝে মধ্যে শুনা গেলেও তা মিয়ানমারের অনেক ভেতরে হচ্ছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন তার দপ্তরে বুধবার দুপুরে সাংবাদিকের বলেন, মিয়ানমার আর ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরে গোলা ফেলবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া সে দেশের কোন নাগরিক আর বাংলাদেশে ঢুকবেনা বলেও নিশ্চিয়তা দিয়েছেন মিয়ানমার।
উল্লেখ্য, সে হিসেবে বুধবার মিয়ানমার তাদের অভ্যন্তরেই গোলাগুলি করেছে। তবে বাংলাদেশে কোন গোলা এসে পড়ে নি।