নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪৭

fec-image

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সড়কে একটি তেলবাহী ট্যাঙ্কার উল্টে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে আরও অন্তত ১০০ জন।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) একই পরিসংখ্যান দিয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে। খবর রয়টার্স ও বিবিসি।

নাইজেরিয়া পুলিশ জানায়, বুধবার জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরের এক্সপ্রেসওয়েতে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে যায়। এ সময় আশপাশের অনেক বাসিন্দা ট্যাঙ্কারটি থেকে তেল সংগ্রহ করতে আসেন। তখনই হঠাৎ করে ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

বিবিসি জানায়, বিস্ফোরণে আহত আরও ১০০ জনকে জিগাওয়া প্রদেশের নিকটবর্তী শহর রিঙ্গিমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। যারা মারা গেছেন তাদের বেশিরভাগকে গণ-অনুষ্ঠানের মাধ্যমে দাফন করা হয়েছে।

পুলিশের মুখপাত্র লাওয়াল শিসু অ্যাডাম জানান, গভীর রাতে ট্যাঙ্কারটি দুর্ঘটনার পর কর্মকর্তারা লোকদের ট্যাঙ্কারের কাছে না যাওয়ার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু তারা মানুষের ক্রমবর্ধমান ভিড়কে নিয়ন্ত্রণ করতে পারেনি বলে বলেছেন।

বিস্ফোরণের মাত্রা বেশ ভয়াবহ ছিল। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছু দূরত্বেও মৃতদেহ খুঁজে পাচ্ছেন। পুলিশের একজন মুখপাত্র জানান, আহত অবস্থায় অনেকেই দৌড়ে সাহায্য পাওয়ার চেষ্টা করছিলেন।

নাইজেরিয়ায় রাস্তার ভয়াবহ খারাপ অবস্থা এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রায়শই জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে গত মাসেও নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার প্রদেশে একটি জ্বালানি ট্যাঙ্কারের সাথে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন