নানা আয়োজনে পানছড়িতে বড় দিন পালন
নানান আয়োজনের মধ্যে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন চার্চ ও গির্জায় পালিত হয়েছে খ্রীষ্ট ধর্মাবলস্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড় দিন।
এ উপলক্ষে বাড়িতে বাড়িতে চলছে নানান আয়োজন। বড় দিন উপলক্ষে উপজেলার ১নং লোগাং ইউপির প্রত্যন্ত হরিগোপাল পাড়ার ব্যাপ্টিষ্ট চার্চকে সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন সাজে। সকাল দশটায় গবিতা ত্রিপুরার বাইবেল পাঠের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। অমেজ ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠানটির আয়োজন করেছে হরিগোপাল পাড়ার ব্যাপ্টিষ্ট চার্চ পালক নির্মল ত্রিপুরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন পালক মঙ্গল চাকমা।
অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিয়ে নাচে-গানে মেতে উঠে স্থানীয় শিল্পীরা। শিশু শিল্পীদের নাচ আর গান অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত। এ সময় আবাল-বৃদ্ধ ও বনিতারা করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করে দারুণভাবে অনুষ্ঠানটি উপভোগ করেন।
হরিগোপাল পাড়ার ব্যাপ্টিষ্ট চার্চ পালক নির্মল ত্রিপুরা জানান, উপজেলায় প্রায় ত্রিশটি চার্চ ও গির্জা রয়েছে। তবে এগারটিতে জাঁকজমকের সহিত বড় দিন পালিত হচ্ছে।