parbattanews

নানা কর্মসূচীর মধ্যদিয়ে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় মহান বিজয় দিবস পালিত

1232

গুইমারা প্রতিনিধি:

নানা কর্মসূচীর মধ্যদিয়ে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে জেলার গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে আত্মত্যাগী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেশবাসীর শান্তি কামনা করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম. মশিউর রহমান বলেন, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌমত্ত দেশ পেয়েছি, জাতি তাদের কোন দিনও ভুলবে না। তাদের এ রক্তের ঋণ কোন দিন সোধ হবে না।

অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে কুজকাওয়াজ পরিদর্শণ শেষে কলেজ মাঠে বিভিন্ন খেলাদুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এ দিকে দিবসটি উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তি যোদ্ধাদের সংবর্ধণা দিয়েছে গুইমারা উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান মুক্তিযোদ্ধাদের হাতে শীত বস্তু ও সম্মানি ভাতা তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে গুইমারা থানার অফিসার ইনচার্জ জোবাইরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গির আলম ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা  উপস্থিত ছিলেন।

Exit mobile version