নানিয়ারচরে ইউপিডিএফের হাতে ঠিকাদার অপহৃত, মুক্তিপণ দাবি

fec-image

রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া এলাকায় সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর হাতে মিলন তালুকদার নামের এক ঠিকাদারকে অপহরণের অভিযোগ উঠেছে। মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছে ৭৫ লাখ টাকা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) দিনগত রাত আনুমানিক ১২টার দিকে।

তবে এই ব্যাপারে নানিয়ারচর থানা পুলিশ বলছে, তারা ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শুনেছেন । অপহৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের পূর্ব ট্রাইবেল আদম ৭নং ওয়ার্ড বনরুপা এলাকার বাসিন্দা মিলন তালুকদারকে তার শ্বশুরবাড়ি রামহরি পাড়া থেকে অস্ত্রধারী ইউপিডিএফ সদস্যরা অপহরণ করে নিয়ে যায়।

পরদিন শনিবার (১ নভেম্বর) সকালেই অপহৃতের স্ত্রী কুয়েলী চাকমার কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে ইউপিডিএফ সন্ত্রাসীরা মুক্তিপণ হিসেবে ৭৫ লাখ টাকা দাবি করে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

অপহৃত মিলন তালুকদার রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে ছিলেন। অন্যদিকে, তার স্ত্রী কুয়েলী চাকমা নানিয়ারচর উপজেলার স্থানীয় বুইয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

স্থানীয়রা জানান, রামহরি পাড়া এলাকা দীর্ঘদিন ধরে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে।

অপহরণের ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ নানিয়ারচর থানায় দায়ের হয়নি বলে জানা গেছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

নানিয়ারচর থানার ওসি মো. নাজির আলম পার্বত্যনিউজকে জানান, ‘আমরা ঘটনাটা শুনেছি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে। তবে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি’।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, ইউপিডিএফ, তালুকদার ঠিকাদার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন