নানিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
রাঙামাটির নানিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। সোমবার (৫ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মাঠে কৃষি প্রণোদনার আওতায় এসব কৃষকদের মাঝে ধান ও ভুট্টা বীজ এবং সার বিতরণ করেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মেসবাহ উদ্দিন, উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, উপজেলার ৪টি ইউনিয়নে ১৩৬৫ পরিবারের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। এসময় ১ হাজার জনকে ২ কেজি হারে হাইব্রিড ধানের বীজ, ৩২০ জনকে ৫ কেজি হারে উপশি ধানের বীজ, ডিএপি সার ১০ কেজি ও ১০ কেজি এমওপি সার এবং ৪৫ জনকে ২ কেজি হারে হাইব্রিড ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।