নানিয়ারচরে বুড়িঘাট ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

fec-image

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বুড়িঘাট ৮নং টিলা এলাকায় উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।

বুড়িঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মইনুল হক, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন ভূঁইয়া, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক জিল্লোল মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হক ও উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মো. শাহিন আলম প্রমুখ।

এর আগে বড়িঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক এই সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন নানিয়ারচর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি প্রিয়তোষ দত্ত। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিচালনায় অংশগ্রহণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওহাব বলেন, বিএনপি বলে বেড়ায় বাংলাদেশের দুর্ভিক্ষ আসবে। বাংলাদেশ শ্রীলংকার মতো দেউলিয়া হয়ে যাবে। ইতোমধ্যে বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে বিএনপির এই প্রচার শুধুমাত্র অপপ্রচার। বাংলাদেশে ইনশাআল্লাহ কোন দুর্ভিক্ষ আসবেনা। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে অপ্রতিরোধ্যভাবে বাংলাদেশ এগিয়ে যাবে।

বক্তব্যে জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা বলেন, যুবকরা আমাদের দেশের সম্পদ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশের যুব সমাজ এগিয়ে যাচ্ছে। নানিয়ারচরে কোন বেকার যুবক থাকবেনা। আমরা পাহাড়ি-বাঙালি ভাই-ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাব।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নানিয়ারচর, বুড়িঘাট ইউনিয়ন, যুবলীগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন