parbattanews

নানিয়ারচরে অবৈধ করাত কলের বিরুদ্ধে জরিমানা

রাঙামাটির নানিয়ারচরে অবৈধ করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১লা জুন) দুপুরে করাতকল বিধিমালা আইন অনুযায়ী লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা করায় ঘিলাছড়ি ইউনিয়নে ২ জন অবৈধ করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করার পর তা আদায় করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান।

অভিযানে নানিয়ারচর থানার অফিসার ইন চার্জ (ওসি) সুজন হালদার, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট অফিসারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সমর চাকমা ও রিন্টু চাকমা নামের ২ জন অবৈধ করাতকল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা এবং কল ২টি জব্দ করা হয়। এছাড়া একই এলাকার অপর একটি চেরাই মিলের মালিক না থাকায় চেরাই কলের সরঞ্জামাদি জব্দ করে উপজেলা ম্যাজিস্ট্রেট।

এবিষয়ে নির্বাহী অফিসার জানান, আজ আমরা ২টি করাত কল সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছি। মালিক না পাওয়ায় একটি করাতকলের সরঞ্জামাদি জব্দ করেছি। নানিয়ারচরে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version