parbattanews

নানিয়ারচরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনতোষ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও সৈয়দা সাদিয়া বলেন, ৭ মার্চ আমাদের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক দিন। দিনটি আমাদের বুকে ধারণ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়েই দেশের সূর্য সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন।

সভা শেষে অতিথিরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানিয়ারচর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

Exit mobile version