parbattanews

নানিয়ারচরে ফুটসাল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ফাইনাল অনুষ্ঠিত

রাঙামাটির নানিয়ারচরে সাউথ সুপার কিংস ক্লাবের আয়োজনে ফুটসাল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম রাউন্ডের ফাইনালে অংশগ্রহণ করেন ৬টি দল।

বুধবার (২২ জুন) বিকেলে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম রাউন্ডের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় সাউথ সুপার কিংসের প্রধান উপদেষ্টা প্রিয়তোষ দত্ত, সুজন নন্দী, রুবেল দে, বিক্রম কিশোর রুদ্র, রয়েল চৌধুরী ও সুমেন দে, সভাপতি স্বপন জ্যোতি চাকমা, সম্পাদক সোহেল আহমেদ মুরাদসহ কমিটির সম্পাদক মণ্ডলী, সদস্য ও ফুটবল প্রিয় দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

১ম রাউন্ডের ফাইনাল খেলা পরিচালনা করেন শ্যামল দাশ, টিপলু বড়ুয়া ও আনসার আলী।

ক্লাব উপদেষ্টা সুজন নন্দী জানায়, এবারের টুর্নামেন্টে মোট ২২টি দল অংশগ্রহণ করেছে । ১ম পর্বে নক আউট পদ্ধতিতে ১১টি দলের খেলার সমাপ্তি হবে। আগামীকাল থেকে ২য় পর্বের খেলায় বাকি ১১টি দল অংশগ্রহণ করবে।

সুজন নন্দী আরও জানায়, ২০১৬ সালে নানিয়ারচরে প্রতিষ্ঠিত হয় সাউথ সুপার কিংস ক্লাব। এবারসহ ২য় বারের মতো আমরা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। ১ম পর্বের ফাইনালে খেলেছে একতা ক্লাব বনাম সংজুনি ক্লাব। এতে সংজুনি ক্লাবের কাছে ২/১ গোলে হারে একতা ক্লাব।

এদিকে আজকে ফাইনালের ২য় ম্যাচে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বনাম কিং ইলেভেন অংশগ্রহণ করে। নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ৫ গোলের বিপরীতে কিং ইলেভেন করেছে ১ গোল। এতে ৫/১ গোলে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছে হারে কিং ইলেভেন।

অপরদিকে খেলার ৩য় ম্যাচে পুরাতন বাজার একাদশ বনাম ডেকোরেশন একাদশ অংশগ্রহণ করে। এতে পুরাতন বাজার একাদশ ডেকোরেশন একাদশ কে ২/১ গোলে হারিয়ে জয়লাভ করে।

উল্লেখ্য, দ্বিতীয় বারের মতো এবার অনুষ্ঠিত টুর্নামেন্টের খেলা শুরু হয় ১৭ জুন। এবারে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামী জুলাইয়ে সমাপ্তি হবে। ফাইনালে মেডেল, ট্রফি ও নগদ অর্থসহ থাকছে আকর্ষণীয় পুরস্কার।

Exit mobile version