নানিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোটরসাইকেল চালককে জরিমানা

fec-image

রাঙামাটির নানিয়ারচরে সড়ক দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অভিযানে সাত জন মোটরসাইকেল চালককে ৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে উপজেলার সমাজ কল্যাণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নানিয়ারচর উপজেলা ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান।

এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদারসহ আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজ ৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সড়ক পরিবহণ আইন-২০১৮ অনুযায়ী গাড়ির রোড পারমিট, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে নজরদারি করছি। তবে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে হেলমেট পরিধান বাধ্যতামূলক নিশ্চিত করনে বেশি গুরুত্ব দিচ্ছি। নানিয়ারচর উপজেলায় হেলমেট ব্যতীত বাইক চালানোর বিষয়ে কোন ছাড় দেওয়া হনে না। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, নানিয়ারচর, ভ্রাম্যমাণ আদালাতের অভিযান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন