parbattanews

নানিয়ারচরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের চৌদ্ধ মাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের চৌদ্ধ মাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসউদ পারভেজ মজুমদার। এসময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং নানিয়ারচর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মাসউদ বলেন, সড়ক দুর্ঘটনা কারো জন্য কাম্য নয়। তাই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রাথমিক ভাবে সবাইকে সতর্ক করা হলেও কাউকে জরিমানা করা হয়নি। পরবর্তীতে এ অভিযান অব্যাহত রাখা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা করা হবে বলে ইউএনও যোগ করেন।

এরপরই মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে উপজেলাধীন রামহরিপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় ও মহাপূরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version