parbattanews

নানিয়ারচরে ১২ অপহৃতকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে অপহৃত ২৭ গ্রামবাসীর মধ্যে ১২ জনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

মঙ্গলবার (১০ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির আহ্বায়ক এবং নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি জানান, সংস্কারবাদী জেএসএস ও নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ ও অপহৃত গ্রামবাসীদের উদ্ধারের দাবিতে মঙ্গলবার নানিয়ারচর উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

তিনি আরও জানান, এলাকার জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে অপহৃত ২৭ গ্রামবাসীর মধ্য থেকে ইতোমধ্যে ১২ জনকে অপহরণকারীরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে।

গত ৪ জুলাই নানিয়ারচর বাজার থেকে ২ জন এবং ৮ জুলাই কতুকছড়ি বাজারে আসার পথে হাতিমারা মুখ এলাকা থেকে ২৭ জন গ্রামবাসীকে অপহরণ করে একদল দুর্বৃত্ত।

এ অপহরণের জন্য ইউপিডিএফ প্রসিত গ্রুপ প্রতিপক্ষ জেএসএস সংস্কার এবং ইউপিডিএফ বর্মা গ্রুপকে দায়ী করেছে।

তবে অভিযুক্ত সংগঠন দুটি এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

Exit mobile version