parbattanews

নাফনদী থেকে ৩ লাখ ইয়াবাসহ বোট জব্দ করেছে র‌্যাব, আটক ১২

ইয়াবা

স্টাফ রিপোর্টার :

টেকনাফের নাফনদী থেকে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর একটি দল। ওই সময় তাদের একটি বোটও জব্দ করা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তাদেরকে আটক করা হয়।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পে কর্মরত এএসপি দেলোয়ার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল মঙ্গলবার দুপুরে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একটি ছোট ইঞ্জিন বোটকে ধাওয়া করে। র‌্যাবের ধাওয়া খেয়ে বোটটি নাফনদীতে ঢুকে পড়ে। র‌্যাবও তাদেরর পিছু নেয়। বিকেল সাড়ে ৫টার দিকে নাফনদীর দমদমিয়া কেয়ারী ঘাট পয়েন্টে এসে বোটটি আটক করতে সক্ষম হয় র‌্যাব।

পরে বোটে তল্লাশী চালিয়ে পলিথিনে মুড়ানো তিন লাখ পিস ইয়াবা সহ বোটটি জব্দ করা হয়। ওই সময় বোটের চালক, আরোহী সহ ১২ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক সবাই ইয়াবা পাচারে জড়িত কিনা আমরা এখনও নিশ্চিত নই। তবে জিজ্ঞাসাবাদের পর ইয়াবা পাচারকারীকে সনাক্ত করা হবে।

আটকদের কক্সবাজার র‌্যাব কোম্পানী কমান্ডার কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version