নাফ নদীতে দিনের বেলায় মাছ ধরার দাবিতে জেলেদের স্মারকলিপি
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে দিনের বেলায় মাছ শিকারের অনুমতি পাওয়ার দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের দৃষ্টি আকর্ষণ করতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী জেলেরা।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলেরা উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় টেকনাফ উপজেলার প্রত্যান্ত অঞলের ভুক্তভোগী জেলেরা উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী জেলে পরিবারগুলো জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকের অজুহাতে দীর্ঘ ৬ বছর ধরে একমাত্র জীবন-জীবিকার সম্বল নাফ নদীতে মাছ আহরণ বন্ধ থাকলেও মাদক অনুপ্রবেশ বন্ধ হয়নি। যার কারণে পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে আমরা দিন পার করছি। আমরা বর্তমানে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছি। রাতের বেলায় না দিলেও অন্ততপক্ষে দিনের বেলায় হলেও জেলেদেরকে নাফ নদীতে মাছ শিকার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের নিকট বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি।
এ সময় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, আপনারা আমাকে যে স্বারকলিপি দিয়েছেন সেটি যত দ্রুত সম্ভব জেলা প্রশাসক কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবো এবং জেলা সভায় গুরুত্ব সহকারে আপনাদের বিষয়টি উত্থাপন করবো।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বুধবারও জেলেরা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বরাবরে স্মারকলিপি প্রেরণ করেন।