নাফ নদী থেকে ট্রলারসহ ৬ মাঝি অপহরণ নিয়ে ধুম্রজাল

fec-image

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফনদীর মোহনা থেকে দুইটি ট্রলারসহ ৬ মাঝিকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে দাবি করা হলেও এই নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপে নির্মাণ সামগ্রী নেয়া নিষিদ্ধ রয়েছে। সেন্টমার্টিনের কথা বলে এসব নির্মাণ সামগ্রী মিয়ানমারে পাচারের অভিযোগ উঠেছে ইতিমেধ্যে। এই বিষয় নিয়ে তদন্ত করছেন বিজিবি ও কোস্টগার্ড।

বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় দিকে ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানিয়েছিলেন, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড, বালু ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন নেওয়ার সময় মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে নিয়ে গেছে আরকান আর্মির সদস্যরা। ট্রলার দুইটিতে ছয় জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

তিনি জানিয়েছিলেন, টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী খাল থেকে ট্রলার দুইটি রড, বালু ও সিমেন্ট বোঝাই করেছিল।

কিন্তু সেন্টমার্টিনের কোন প্রকার নির্মাণ সামগ্রী যাওয়ার অনুমতি প্রদান করা হয়নি বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

তিনি জানান, কেরুনতলী জেটি ঘাটটি উপজেলা প্রশাসন বন্ধ ঘোষণা করেছে অনেক আগেই। ওই ঘাট দিয়ে নির্মাণ সামগ্রী দ্বীপে নেয়ার অনুমতি দেয়া হয়নি।

ট্রলারযোগে নির্মাণসামগ্রী সমূহ মিয়ানমারের পাচারের অভিযোগ তুলেছেন স্বয়ং কোস্টগার্ড টেকনাফ স্টেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা। নিজের না প্রকাশ না করে তিনি বলেন, দ্বীপে নির্মাণ সামগ্রী নেয়া নিষিদ্ধ। মূলত ট্রলার যোগে এসব নির্মাণ সামগ্রী পাচার করা হয়েছে। দায় এড়াতে অপহরণ বলে প্রচার করা হচ্ছে। ট্রলার মালিকের সাথে এখন যোগাযোগ করলে পাওয়া যাচ্ছে না। এরা পালিয়ে গেছে।

টেকনাফ -২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, এসব ট্রলার যোগে নির্মাণ সামগ্রী পাচার নাকি ভিন্ন কিছু তা তদন্ত চলছে। ইতিমধ্যে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হয়েছে। ট্রলার ২ টি কোথায় তা বের করার চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন