parbattanews

নারায়নগঞ্জ থেকে লংগদুতে ফেরত এসেছে আরো ৩৩ শ্রমিক

নারায়নগঞ্জ থেকে রাঙামাটির লংগদুতে ফেরত এসেছে ইট ভাটার আরো ৩৩ শ্রমিক।

শনিবার (৯ মে) ভোর রাতে ঐ শ্রমিকরা একটি ট্রাকযোগে উপজেলার বাইট্টাপাড়া এলাকায় পৌঁছে। লংগদু সেনা জোনের একটি টহল দল খবর পেয়ে তাদের আটক করে বাইট্টাপাড়া মাদ্রাসায় রাখে। পরে সকালে উপজেলা প্রশাসনের কাছে তাদেরকে হস্তান্তর করে।

লংগদু থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর জানান, আটককৃত শ্রমিকদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এরা সবাই কালাপাকুজ্জা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা ।

শ্রমিকরা নারায়ণগঞ্জেে ইট ভাটায় কাজ করতো। বর্তমানে কাজ বন্ধ থাকায় তারা ফেরত এসেছে। উপজেলা প্রশাসন সকল শ্রমিককে ১৪ দিন কালাপাকুজ্জা এলাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখার সিদ্ধান্ত নেন।

এসময় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শ্রমিকদের খাদ্য সরবরাহ দেওয়া হবে বলে প্রশাসন জানায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া উপস্থিত থেকে শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ান্টিনে রাখার ব্যবস্থা নিশ্চিত করেছে।

উল্লখ্য গত ৪ মে নারায়নগঞ্জ থেকে ৯৪ জন শ্রমিক লংগদু ফেরত আসলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছে প্রশাসন।

Exit mobile version