parbattanews

নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ণে মানিকছড়িতে মাদারস্ ক্লাব গঠন

কানাডা সরকারের অর্থায়ণে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ণে শিক্ষাপ্রতিষ্ঠানে কন্যা শিশুর উন্নয়নে ছাত্রী অভিভাবক মায়েদের নিয়ে মাদারস্ ক্লাব গঠনকল্পে ৯ নভেম্বর মানিকছড়িতে সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে মাদারস্ ক্লাব গঠনকল্পে সোমবার (৯ নভেম্বর) সাড়ে ১১টায় প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম এর সভাপতিত্বে বিদ্যালয়ের অফিস কক্ষে এক সভা অনুষ্টিত হয়।

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজস চাকমা, ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর ইউএনডিপি, পাইউমং চৌধুরী প্ল্যানিং মনিটরিং রিপোটিং অফিসার জেলা পরিষদ খাগড়াছড়ি, মংশাজাই চৌধুরী উপজেলা ফ্যাসিলিটেটর জেলা পরিষদ খাগড়াছড়ি।

সভা শেষে প্রতিষ্ঠান প্রধান মোঃ আতিউল ইসলামকে সভাপতি  করে ২০ সদস্য বিশিষ্ট মাদারস কমিটি ঘোষণা করা হয়। কমিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কন্যা শিশুদের ক্ষমতায়ণে কাজ করবে।

Exit mobile version