parbattanews

নারী দিবসে খাগড়াছড়িতে যৌন নিপীড়ন বিরোধী সমাবেশ, প্রশাসনের র‌্যালী-আলোচনা সভা

Stage 1 copyনিজস্ব প্রতিনিধি:

‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল খালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রমুখ।

এদিকে খাগড়াছড়িতে যৌন নিপীড়ন বিরোধী নারী সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন। ইউপিডিএফ সমর্থিত এই নারী সংগঠনের উদ্যোগে জেলা সদরের টিটিসি মোড় এলাকায় আয়োজিত সমাবেশে সোনালী চাকমা, কনিকা দেওয়ান, মাদ্রি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন উপজেলা হতে ছাত্রী ও পেশাজীবী নারীরা এতে অংশ নেন।

এছাড়া জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত নারী সংগঠনের উদ্যোগে লারমা স্কোয়ারে পৃথক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এবং সরকারকে নারী নির্যাতনের বিচার সুষ্ঠুভাবে করার দাবি জানানো হয়।

Exit mobile version