নিউজিল্যান্ড সিরিজে তামিমকে পাওয়া যাবে কি?

fec-image

আসন্ন এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। কারণ, কোমরের ইনজুরি। তবে বিশ্রাম শেষে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তিনি। কিন্তু কবে নাগাদ টাইগার স্কোয়াডে ফিরবেন তিনি সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অনেকেরই ধারণা, সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরবেন তামিম। একই প্রত্যাশা করছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমনও। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে তামিমকে ভীষণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাশার।

আগামী সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠেয় ম্যাচগুলো ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে। এরপরই বিশ্বকাপের জন্য দেশ ছাড়বেন টাইগাররা। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় নির্দিষ্ট সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কারণ বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার।’

শনিবার তামিম ব্যাটিং করেছেন কিনা এমন প্রশ্নে বাশার বলেন, ‘আমার সঙ্গে আজকে দেখা হয়নি। আমি পরে যাব। শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছে।’ টাইগারদের সাবেক অধিনায়কের মতে, ‘আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা ইনজুরি থাকবে। সেটি তামিম জানে। সেই ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবে। তবে সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার।’

লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ফিরে সাবেক অধিনায়ক তামিম ইকবাল আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। এক দিকে যখন এশিয়া কাপের স্কোয়াডে থাকা সদস্যরা নিজেদের প্রস্তুতে ব্যস্ত ছিলেন আরেকদিকে তামিম তখন ছিলেন নিজেকে ফিট করে তোলার লড়াইয়ে। পিঠের চোটে ভোগা এই বাঁহাতি ওপেনার শিগগরিই শুরু করবেন ব্যাটিং।

গত ৯ আগস্ট থেকে জিম ও ফিটনেস নিয়ে কাজ শুরু করেন তামিম ইকবাল। সেটি ছিল বাঁহাতি এই ব্যাটারের পুনর্বাসন প্রক্রিয়ারই একটি অংশ। তামিমের ব্যাটিংয়ে নামাটা বড় কিছু নয়। বিসিবি মূলত এর মাধ্যমে দেখতে চাইছে তামিমের শারীরিক অবস্থা।

মূলত তামিম ব্যথা কাটাতে যেই ইনজেকশন নিয়েছেন সেটি কতখানি কার্যকর সেটি দেখতে চাইছে বোর্ডের মেডিকেল ইউনিট। ব্যাটিং করার পর বাঁহাতি এই ক্রিকেটারের ব্যথা ফিরে আসে কিনা সেটিই পরখ করা বোর্ডের মূল এজেন্ডা।

এবার তামিমসহ ৮ ক্রিকেটার নিয়ে বিশেষ ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ক্যাম্পে আছেন এশিয়া কাপের দল থেকে বাদপড়া মাহমুদউল্লাহ রিয়াদও। নির্বাচক হাবিবুল বাশার শনিবার সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিশ্বকাপের কথা বিবেচনা করে ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখার জন্য এই ক্যাম্পের ডাক দিয়েছে বোর্ড। রোববার থেকে শুরু হবে এই ক্যাম্প।

বাশার বলেন, ‘দেখুন আমাদের একটা দল তো যাচ্ছেই। আমাদের বিশ্বকাপের এখনো দুই মাস সময় আছে। এই সময়ে অনেকের ইনজুরির কনসার্ন হতে পারে। সবকিছু মাথায় রেখেই ৩০-৩২ জনের একটা পুল তো আছেই, সবাই যেন অনুশীলনে থাকে, যখন যাকে দরকার হয়, যদি কেউ দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ে, যেটা খেলারই অংশ। তাহলে যেন সবাইকে সুস্থ অবস্থায় পাওয়া যায়।’

সুমন বলেন, ‘যেহেতু আমাদের এখন কোনো ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেট খেলছেন না। তাই এই সময় সবাইকে অনুশীলনে রাখাটা গুরুত্বপুর্ণ। সেটাই আসলে চেষ্টা করা হচ্ছে। যেহেতু সময় আছে, ২-১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে।’

তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে এই ক্যাম্পে আছেন তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন, তানজিম হাসান, সাইফ হাসান ও জাকির হাসান। প্রাথমিক ক্যাম্পে থেকে মাহমুদউল্লাহ অনুশীলন শুরু করেছিলেন, তবে বাদ পড়ার পর আর মাঠে আসেননি। আজ থেকে আবার তাকে দেখা যাবে অনুশীলনে।

গতকাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তামিমের বিষয়ে বলেন, ‘আমরা দেখতে চাই ইনজেকশনের কার্যকারীতা কতখানি। ব্যাটিং করলে আগের ব্যথা ফিরে আসে কিনা। এখন ও সুস্থ্য আছে। দেখা যাক ব্যাটিংয়ের পর কেমন অনুভব করে সে।’

সাবেক এই টাইগার দলপতিকে কবে পাওয়া যাবে সেটি এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন বোর্ডের এই চিকিৎসক। পুরো বিষয়টিই নির্ভর করছে তামিমের শারীরিক পরিস্থিতির ওপর।

দেবাশীষ বলেন, ‘দেখেন এখনও ব্যাটিংয়েই নামেনি ও। তাই এখনই বলা যাচ্ছে না তাকে কবে নাগাদ পাবো আমরা। আশা তো আছে আমাদের নিউজিল্যান্ড সিরিজের আগে ও খেলার জন্য ফিট হয়ে যাবে। কটা দিন যাক। দেখি পরিস্থিতি কি দাঁড়ায়।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তামিম, নিউজিল্যান্ড, সিরিজে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন