parbattanews

নিখোঁজ উত্তম দেওয়ানের এখনও খোঁজ মিলেনি

রাঙ্গামাটি বরকল উপজেলায় দু’টি দেশীয় ট্রলার বোটের সংঘর্ষে উত্তম কুমার দেওয়ান (৪৮) নামের একজন আঘাত পেয়ে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন এবং তার বড় ভাই অথিতি দেওয়ান (৫৫) গুরুতর আহত হন।

শুক্রবার সকালে উপজেলার শুভলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮ টার দিকে বরকল থেকে রাঙ্গামাটির উদ্দেশে একটি দেশীয় ট্রলার বোট রওনা হলে এর পথিমধ্যে রাঙ্গামাটি থেকে আসা বরকল গামী মালবাহীট্রলার বোটের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ট্রলার বোটের সাথে ধাক্কা লেগে উত্তম কুমার দেওয়ান হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হয় এবং তাঁর বড় ভাই অথিতি দেওয়ান গুরুতর আহত হয়। আহত অথিতি দেওয়ানকে চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিখোঁজ ও আহত দুইজনই উপজেলার বড় হরিণা মূখ গ্রামের মৃত প্রবীর চন্দ্র দেওয়ানের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  এখনও পর্যন্ত নিখোঁজ উত্তম দেওয়ানের খোঁজ মিলেনি। নিখোঁজ উত্তমকে খুঁজতে চট্টগ্রাম জেলা ও রাঙ্গামাটি থেকে আনাডুবুরি দল ঘটনাস্থলে তল্লাশী চালাচ্ছে বলে তিনি জানান।

Exit mobile version