নিখোঁজ শিশু তামিমের লাশ উদ্ধার


কক্সবাজারের ঈদগাঁওয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু তামিমের নিথর দেহ ১৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থল ঈদগাঁও নদীর পোকখালী ইউপির পূর্ব গোমাতলীর বাংলা বাজার নদী এলাকার অদূরে নদীপাড় দোকান সংলগ্ন স্থানে তার ভাসমান মৃত লাশের সন্ধান মিলে। এসময়ও তার হাতে মাছ ধরতে যাওয়া জাল ও মাছ নেয়ার সরঞ্জাম ছিল বলে স্থানীয় গণমাধ্যমকর্মী আলা উদ্দিন জানান। তার লাশ পাওয়ার মধ্য দিয়ে পরিবার ,স্বজন ও এলাকাবাসীর রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান হল।
রিপোর্ট লিখা পর্যন্ত শিশু তামিমের লাশ দাফনের প্রস্তুতি চলছে। স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ তামিমের লাশ উদ্ধার ও দাফন প্রক্রিয়ার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য,গতকাল রবিবার (১৮ মে) বিকাল তিনটার দিকে অন্য এক সহপাঠীসহ এলাকার নদীতে মাছ ধরতে নামে উক্ত এলাকার মোঃ; হাসেমের শিশু সন্তান তামিম (১২)।
এসময় জোয়ার আর সকালে হওয়া ভারি বৃষ্টির পাহাড়ী ঢলের স্রোতে তামিম তলিয়ে যায়।তার সঙ্গীর চিৎকারে অআশ পাশের লোকজন,পরিবার , প্রতিবেশী ও এলাকাবাসী গতকাল দিন এবং রাতভর নানা ভাবে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। নদী পাড়ে সারারাত শতশত মানুষ তার অপেক্ষায় রাত কাটিয়ে দেন।