parbattanews

নিজের এবং দেশের উন্নয়নে আয়কর দেয়া উচিত : পার্বত্যমন্ত্রী

বান্দরবানে আয়কর মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, নিজের এবং দেশের উন্নয়নের স্বার্থে সকলকে আয়কর দেয়া উচিত। আয়কর দিয়ে দেশের উন্নয়নের অংশীদার হউন। শনিবার (১৬ নভেম্বর) বান্দরবানে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর আরো বলেন, জনস্বার্থে জনগণের টেক্সের টাকায় সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের পরিকল্পনা নেয়। ইতোমধ্যে সেতুর নির্মাণ কাজ বহুদূর এগিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশ তলাবিহীন ঝুঁড়ি থেকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে স্বপ্নের বাংলাদেশ।

এ সময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম কর অঞ্চল-২’র অতিরিক্ত কর কমিশনার বেগম শামিনা ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিইয়ং ম্রো, জেলা পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আজম, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাস, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান রেসিডেন্টিশিয়াল হোটেল অনার্স এসোসিয়েশনের সভাপতি অমল কান্তি দাস প্রমুখ বক্তব্য রাখেন।

চট্টগ্রাম কর অঞ্চল-২’র অতিরিক্ত কর কমিশনার বেগম শামিনা ইসলাম জানান, দেশে বর্তমানে প্রায় ত্রিশ লাখ মানুষ আয়কর রিটার্ন জমা দিচ্ছেন। তার মধ্যে ছয় লাখের অধিক মানুষ নিয়মিত আয়কর দিচ্ছেন। আয়কর দাতাদের পরিধি বাড়াতে সরকার দেশব্যাপী আয়কর মেলার আয়োজন করেছে। আয়করের প্রবৃদ্ধি দেশ ও দশের সম্মৃদ্ধি স্লোগানে দেশের প্রতিটি জেলা এবং বিভাগীয় শহরগুলোতে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

Exit mobile version