‘নিজে দুর্নীতিমুক্ত হলেই সমাজ তথা দেশ দুর্নীতিমুক্ত হবে’

fec-image

নিজে দুর্নীতিমুক্ত হলেই সমাজ তথা প্রতিষ্ঠান এবং দেশ হতে দুর্নীতিমুক্ত হবে। দেশের বিভিন্ন স্থানে এখনও ছোট, বড় অনেক দূর্নীতি হচ্ছে আমরা সকলে মিলে একযোগে কাজ করলে এদেশ হতে একদিন চিরতরে দূর্নীতিমুক্ত হবে।

আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা বড় ইছড়ি সদরে কাপ্তাই প্রধান সড়কে এক র‌্যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তরা এ সব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা ,চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডঃ প্রবীর খিয়াং, কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাদির আহমেদ ও মহিলা বিষয় কর্মকর্তা রিনি চাকমাসহ অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ উপজেলা দূর্নীতি প্রতিরাধ কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্নীতি, র‌্যালি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন