নিটারে নতুন বছরে নতুন পরিচালক নিযুক্ত

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানপ্রকল্প প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)। নিটারে বছরের প্রথম দিনেই নতুন পরিচালক নিযুক্ত হলেন।

প্রফেসর ড. মো: আশেকুল আলম রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর হিসেবে দায়িত্বরত ছিলেন। নিটারে পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্তি উপলক্ষে প্রফেসর ড. মো: আশেকুল আলম রানাকে মঙ্গলবার (৩১ আগস্ট) বাংলাদেশ টেক্সটাইল মিলস এন্ড এসোসিয়েশন (বিটিএমএ) এর প্রেসিডেন্ট এবং নিটারের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এছাড়াও নিটারের পূর্ববর্তী ভারপ্রাপ্ত পরিচালক জনাব. ড. মো: শাহরিয়ার সবুক্তাগীনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আজ সকাল নয়টায় প্রফেসর ড. মো: আশেকুল আলম রানা ক্যাম্পাসে উপস্থিত হোন। নিটারের পাঁচটি বিভাগের বিভাগীয় প্রধান, হোস্টেল সুপার, রেজিস্ট্রারসহ শিক্ষার্থীদের উপস্থিতিতে তাঁকে বরণ করে নেয়া হয়। সকাল দশটা নাগাদ তিনি ক্যাম্পাস প্রদর্শন করেন। নিটারের সকল ল্যাব, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, খেলার মাঠসহ পরিদর্শনের পর তাঁর অফিসকক্ষে শিক্ষার্থীরা তাঁকে বরণ করে নেন। নিটার সাংবাদিক সমিতি, নিটার ক্যারিয়ার ক্লাব, নিটার কম্পিউটার ক্লাব, নিটার কালচারাল ক্লাবসহ নিটারের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে প্রফেসর ড. মো: আশেকুল আলম রানাকে বরণ করে নেয়া হয়।

প্রফেসর ড. মো: আশেকুল আলম রানা বলেন, “নিটার আমাদের সবার। সবার সম্মিলিত প্রচেষ্টায় এর উত্তরোত্তর সফলতা আসবে। শিক্ষার্থীরা যেকোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আসতে কোন বাঁধা নাই। আমার দরজা সকলের জন্য খোলা। আমরা একইসাথে সব সমস্যা সমাধানের চেষ্টা করবো।”

নিটারের ১০ম ব্যাচের শিক্ষার্থী মেহেরাব উদ্দিন সরকার অভি নতুন পরিচালক নিযুক্তীকরণ নিয়ে বলেন, “ভালো সংবাদের মাধ্যমে নিটারিয়ানদের নতুন বছর শুরু হলো। আমাদের নতুন পরিচালক মহোদয় তার মেধা ও দক্ষতা দিয়ে নিটারের আবাসন সংকট, উর্ধ্বমুখী ভবনজনিত সমস্যা, ক্যান্টিনের মানোন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, মানসম্মত শিক্ষক নিয়োগ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত গবেষণা চর্চা ও গবেষণার পরিবেশ বজায় রাখা, অবৈধ পদোন্নতি ও দূর্নীতিগ্রস্থদের আস্কারা না দেয়া ইত্যাদি বিষয়গুলোতে সজাগ দৃষ্টি রাখবেন বলে আশা রাখছি। তাছাড়াও সম্প্রতি নিটারের শোষণমুক্ত শিক্ষা আন্দোলনের ১৮ দফা দাবি পূরণের লক্ষ্যে কাজ করবেন ও দূর্নীতির দোসর ১৪ জনের সঠিক তদন্তের বিষয়ে উনার সহযোগিতা কাম্য। ক্যাম্পাসের টেকনিক্যাল অফিসারসহ অন্যান্য অবহেলিত কর্মচারীদের নায্যমূল্য প্রদান, নিটারের চুক্তিকে সামঞ্জস্য পর্যায়ে আনয়নসহ সর্বোপরি সফল নিটারের লক্ষ্যে তিনি বিষয়গুলো তার সততা, মেধা, নিষ্ঠা ও মূল্যবোধের সাথে বিবেচনা করে সমাধানের পাথেয় হবেন, আমি এমনটাই আশাবাদী।

সর্বোপরি আজ নিটারে এক উৎসবমুখর পরিবেশ বজায় ছিলো। নিটারের নতুন পরিচালক নিযুক্তির মধ্য দিয়ে নিটারে সার্বিক শিক্ষার পরিবেশসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর সহযোগিতায় সংকটপূর্ণ অবস্থা অতিসত্বর কেটে যাবে সকলে এমনটাই আশা রাখছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন