নিবন্ধন পেলো পার্বত্যনিউজ

fec-image

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পার্বত্যনিউজ নিবন্ধন পেয়েছে। বৃহস্পতিবার প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া সাক্ষরিত এই নিবন্ধনপত্র পার্বত্যনিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ বুঝে পান।

এর আগে গত ১৪ জুলাই তথ্যমন্ত্রণালয় থেকে ৪৫ অনলাইন নিবন্ধনের অনুমতি দেয়া হয়েছিল। এরমধ্যে পার্বত্যনিউজ অন্যতম ছিলো।

পার্বত্যনিউজ পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে সর্বাধিক জনপ্রিয় অনলাইন। এবং এই অঞ্চলের প্রথম অনলাইন হিসেবে নিবন্ধিত হলো। ২০১৩ সালের ২ মে পার্বত্যনিউজ প্রচার কার্যক্রম শুরু করে। এরপর থেকে নিরবচ্ছিন্নভাবে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছে।

পার্বত্যনিউজের এই নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে অনলাইনের সম্পাদক মেহেদী হাসান পলাশের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তার ইচ্ছাতেই সবকিছু সম্ভব হয়েছে। একই সাথে যারা নিবন্ধন পেতে সহায়তা করেছে মাননীয় তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এই নিবন্ধন আমাদের দীর্ঘদিনের কাজের স্বীকৃতি। এরফলে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেলো। পার্বত্যনিউজ তার আদর্শে অবিচল থেকে লক্ষ পুরণে এগিয়ে যাবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্যনিউজ, পার্বত্যনিউজ নিবন্ধন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন