নিম্নচাপের প্রভাবে কুতুবদিয়ার দক্ষিণাঞ্চলে বাঁধ উপচে পানি


সাগরে নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের কুতুবদিয়া দক্ষিনাঞ্চলে দুই দফা পানি ঢুকেছে। উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ প্রকল্প, কাজী পাড়া, তেলিপাড়া, সন্দীপি পাড়াসহ ৬ পয়েন্টে ভাঙা বাঁধ দিয়ে প্রবেশ করে সাগরের পানি।
বৃহস্পতিবার দুপুর ও রাতে অতিরিক্ত জোয়ারের দরুন ওই এলাকার তাবালেরচর সড়ক টপকে লোনা জল ঢুকে পরে লোকালয়ে।
স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার বলেন, ইউনিয়নের অন্তত ৬টি স্থানের ভাঙা বেড়িবাঁধ দিয়ে সাগরের পানি ঢুকে পরেছে। ফসল,কাচাঘর এখনো পানিতে।
তাছাড়া সারা দিন বৃষ্টির ফলে নীচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাত ১২ টার দিকে ফের জোয়ার পূর্ণ হলে ক্ষয়ক্ষতি বেশি হবে বলে তিনি জানান।
দিনভর থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়ায় উত্তর ধুরুং এক নম্বর ওয়ার্ডে আইক্কার পাড়ায় দরিদ্র দিনমজুরের কাচা ঘর উড়ে গিয়ে রাস্তায় পড়ে আছে বলে স্থানীয়রা জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমা বলেন, আলী আকবর ডেইলে কয়েক স্থানে ভাঙা বাঁধ দিয়ে অতিরিক্ত জোয়ারের ফলে টপকে পানি ভিতরে প্রবেশ করেছে। তারা নিয়মিত সরেজমিন খোঁজ নিচ্ছেন।
জরুরি কন্ট্রোলরুম খোলা হয়েছে।রেডক্রিসেন্ট ,যুবরেডক্রিসেন্ট সদস্যরা টহল দিচ্ছে ও ঝুঁকি এড়িয়ে যেতে বলা হয়েছে।