নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল: ৪নং সতর্কতা সংকেত

fec-image

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে উপকূলেীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৩ অক্টোব) সকালে আবহাওয়ার অধিদফতরের ৪ নম্বর সতর্কতা সংকেতের বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

আরও জানানো হয়েছে, শুক্রবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছ হাবহাওয়া অফিস।

এদিকে নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে গত তিন দিন ধরে অঝরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে বৃষ্টির কারণে পর্যটন শহর কক্সবাজারের সড়ক উপসড়কের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিম্নচাপের, সতর্কতা সংকেত, সাগর উত্তাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন