parbattanews

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে: মাহবুব তালুকদার

কক্সবাজার প্রতিনিধি:

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন-একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন উপহার দেয়ায় মূললক্ষ্য নির্বাচন কমিশনের। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে যার যার অবস্থান থেকে নৈতিকতা বজায় রেখে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার(৩০ নভেম্বর) বিকেলে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনে কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ভোটার ও এলাকার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক থাকার গুরুত্বারোপ করেন।

রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

মতবিনিময় সভায় জেলার ৮ উপজেলার ইউএনও, ওসি, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন অফিসারসহ সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version