parbattanews

মানিকছড়িতে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে যুব রেড ক্রিসেন্টে‘র মাইকিং

মানিকছড়ির বিভিন্ন এলাকায় পাহাড়ের ঢালু ও ঝুঁকিপূণ স্থানে বসবাসকারী লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করছে উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট।

জানা গেছে টানা ৪ দিন ধরে মাঝারী ও ভারী বৃষ্টিতে উপজেলার মুসলিমপাড়া, মাস্টারপাড়া, রাজপাড়া, মহামুনি, লেমুয়া, গচ্ছাবিল, হাজীপাড়া‘সহ বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে কাটা পাহাড়ে ভয়াল ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে ভারী বর্ষণে ওসব পাহাড়ের ঢালুতে বসবাসকারী লোকজনের জীবন হুমকিরমূখে পড়েছে।

যার কারণে প্রশাসনের পাশাপাশি উপজেলা যুবরেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা রবিবার (১২ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ জনপদের লোকজনকে সরে যেতে মাইকিং করেছে।

এদিকে উপজেলা প্রশাসন ভারী বর্ষণের বিষয়টি সামনে রেখে জনগণকে সচেতন করতে জনপ্রতিনিধিদের সমন্বয়ে তৃণমূলে কাজ করছে বলে জানিয়েছেন ইউএনও তামান্না মাহমুদ।

Exit mobile version