নির্বাচনকালীন কিছু সংস্কার হলে এপ্রিলে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত থাকবে না : সারজিস আলম

fec-image

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে। বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই।’

আজ সোমবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির পঞ্চগড় সদর উপজেলার সমন্বয়ক তানভিরুল বারি নয়নসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি হাসনাত আব্দুল্লাহসহ নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

সারজিস আলম বলেন, ‘আমরা দেখে এসেছি যে, নির্বাচনকালীন ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা, পেশি শক্তির অপব্যবহার করা হয়। অদ্ভুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই।

কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। বিগত নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরির ঘটনা ঘটেছে। এমন ঘটনা আমরা আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে দেখতে চাই না।

সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায়, তাহলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের জায়গা থেকে দ্বিমত থাকবে না।’

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে সারজিস আলম বলেন, ‘যারা এতদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের যারা এমন দোসর ছিল, যারা তাদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠায় সহযোগিতা করেছে

এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে ছিল তাদের সামগ্রিক বিষয়ে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হস্তক্ষেপ গ্রহণ করুক। এবং এটা যেন আইনগত প্রক্রিয়ায় হয়। এই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকার সামগ্রিকভাবে কী পদক্ষেপ নিচ্ছে, তা আমরা অবজার্ভ করছি।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সারজিস আলম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন