নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে : রিজভী

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে এবং সময়ক্ষেপণের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা এ দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন। তবে জনগণের বিশ্বাস ছিল, তার পলায়নের পর ড. ইউনূস দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, নির্বাচন নিয়ে গড়িমসি চলছে।

তিনি আরও বলেন, আগামী আগস্টে ড. ইউনূসের ক্ষমতার এক বছর পূর্ণ হবে, কিন্তু এখনও কোনো দৃশ্যমান সংস্কার দেখা যাচ্ছে না। নির্বাচন যথাসময়ে আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত।

এসময় ঢাকা মহানগর উওর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী তুলে দেন রুহুল কবীর রিজভী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন