parbattanews

নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হচ্ছে: উশেপ্রু মারমা

Guimara Election Pic copy

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

বৃষ্টির মধ্য দিয়ে তুলনামুলক কম ভোটারের উপস্থিতিতে শুরু হওয়া গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে এমনটাই বললেন গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উশেপ্রু মারমা। নির্বাচন চলাকালীন বেলা পৌনে ১১টার দিকে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পার্বত্যনিউজকে তিনি এ কথা বলেন।

ভোটার উপস্থিতি কম হওয়ায় হতাশা প্রকাশ করে উশেপ্রু মারমা বলেন, বৃষ্টি ভোটের উৎসবকে ম্লান করে দিয়েছে। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী উশেপ্রু মারমা নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন। উন্নয়নের স্বার্থে জনগণ তাকেই মূল্যায়িত করবে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা থেকে উপজেলার ১৪টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল চারটা পর্যন্ত। এ নির্বাচনে ২৭ হাজার ৯‘শ ৯২ জন ভোটার স্বত:স্ফুর্তভাবে ভোট দিচ্ছেন জেলার সর্বকনিষ্ট গুইমারা উপজেলার প্রথম অভিভাবক নির্বাচনে।

Exit mobile version