নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার
খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২-বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় টহল চলমান রয়েছে।
এদিকে দুপুরে খাগড়াছড়ি সদরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন ৩২-বিজিবির অধিনায়ক লেফট্যান্ট কর্নেল এমদাদুল হক।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে যেন দুর্গোৎসব উদযাপন করা যায় সে লক্ষ্যে পুলিশ, আনসার সহ অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে বিজিবি। নিরাপদে সবাই যেন ধর্ম ও উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এবার খাগড়াছড়িতে ৬১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে বলে জানা গেছে।