parbattanews

রোয়াংছড়ি-রুমা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানে ৪৮ কোটি টাকা ব্যয়ে রোয়াংছড়ি-রুমা ১১কি.মি অভ্যন্তরীন সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সড়কটি নির্মিত হলে রুমা উপজেলার সাথে রোয়াংছড়ি উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

শুক্রবার(১ ফেব্রুয়ারি) সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এসময় পার্বত্য মন্ত্রী বলেন- তিন জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বান্দরবান পিছিয়ে ছিল। তাই বান্দরবানের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। উপজেলা ভিত্তিক অভ্যন্তরীন সড়ক নির্মাণ করা হবে যাতে এক উপজেলার মানুষ সহজেই অন্য উপজেলায় যেতে পারে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামারুজ্জামান, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচংগ্যা, সদর ইউপি চেয়ারম্যান চহ্লা মং ও আলেক্ষং ইউপি চেয়ারম্যান বিশ্ব নাথ তংচংগ্যা সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version