parbattanews

নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার চার আসামির জামিন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের কেন্ডিলিভার ধসে দুই শ্রমিক নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার ৫ আসামির মধ্যে চারজনকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরের পর আসামিরা আদালতে হাজির হলে খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.ফরিদুল আলম পাঁচ হাজার টাকা বন্ডে তাদের জামিন দেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, নির্মাণ কাজের সাব-ঠিকাদার চট্টগ্রামের নোয়াপাড়ার বাসিন্দা মো. সেলিম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় মামলার প্রধান আসামি নির্মাণ কাজের ঠিকাদার ইঞ্জিনিয়ার প্রণত মিত্র চৌধুরী আদালতে হাজির না থাকায় তার জামিন মঞ্জুর করা হয়নি। ঘটনার পর থেকে পালিয়ে থাকলেও বিভিন্ন কাজে খাগড়াছড়িতে আসা-যাওয়া করেন প্রণত মিত্র চৌধুরী।

বাদী পক্ষের আইনজীবী বেদারুল ইসলাম এবং আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত করে জানায়, আসামিরা বাদীর সাথে ক্ষতিপূরণের অর্থ দেয়ার শর্তে আপোষ করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৮ অক্টোবর বিকাল পৌনে ৪টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবনের কেন্ডিলিবারের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত ও অপর ৫ জন আহত হন।

গত ৬ ডিসেম্বর ঘটনার দুই মাস পর শ্রমিকদের মাঝি জালাল খান খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখিত ৫ জনকে আসামি করে পিটিশন জমা দেন। বিষয়টি আমলে নিয়ে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল আলম আসামিদের বিরুদ্ধে সদর থানার অফিসার ইনচার্জকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

Exit mobile version