parbattanews

নির্যাতিতা অসহায় ফাতেমার নতুন পথ চলা

pic-ukhiya-31-12

উখিয়া প্রতিনিধি:

নির্যাতিতা অসহায় নারী ফাতেমা বেগম নতুন পথ চলার সুযোগ পেয়েছে। স্বামী কতৃক নির্যাতিতা এ অসহায় মহিলাকে সাহায্য করতে এগিয়ে এসেছে বেসরকারী একটি এনজিও সংস্থা ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী। ‘সকল হাত এক করি নারী নির্যাতন বন্ধ করি’ এ শ্লোগানকে সামনে নিয়ে পুনর্বাসন সহযোগীতা প্রদান অনুষ্ঠানে বৃহঃষ্পতিবার উখিয়া ব্রাক কার্যালয়ে ফাতেমার হাতে একটি দুগ্ধ গাভী তুলে দেয় এনজিও ব্রাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধান শিক্ষক নুরুল কবির। ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উপজেলা ম্যানেজার দৌলত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কর্মসূচির জেলা ব্যবস্থাপক রাতুল চাকমা, এরিয়াম্যানেজার দেবাব্রত চাকমা, প্রিতিময় চাকমা, মোহাম্মদ লাবির হোসেন, মোহাম্মদ তরিকুল ইসলাম।

প্রসঙ্গত, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা মধুঘোনা এলাকার জসিম উদ্দিনের সাথে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকে গরিব ঘরে জন্ম নেওয়া ফাতেমার উপর যৌতুকের দাবিতে অমানষিক নির্যাতন চালায় লম্পট স্বামী। এক পর্যায়ে বছর তিনেক আগে স্ত্রী, সন্তানদের ফেলে জসিম উদ্দিন অন্যত্র গিয়ে একাধিক বিবাহ করে। দুই ছেলে মেয়ে নিয়ে ফাতেমা চরম কষ্টে জীবন-যাপন করে আসছিল। ব্রাকের সহায়তায় গাভী পালনে তিনি কিছুটা হলেও সাবলম্বী হতে পারবে বলে তার দৃঢ় বিশ্বাস।

Exit mobile version