মাটিরাঙ্গায় হোম কোয়ারেন্টিন নিশ্চিতে ইউএনও‘সহ ‘ওরা নয়জন’

fec-image

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসে নতুন রোগী শনাক্ত হচ্ছে প্রতিদিন। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে অঘোষিত লকডাউনলকডাউনের মধ্যে দিয়ে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে করোনার হটস্পট নারায়নগঞ্জ বা ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মাটিরাঙ্গায় ফিরছে অনেকেই। আর এ ভাইরাস মোকাবিলায় ‘হোম কোয়ারেন্টিন’ একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ব্যবস্থা কার্যকর করতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন শুরু থেকেই কাজ করছে।

মাটিরাঙ্গায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে যখন স্থানীয় প্রশাসন হিমশিম খাচ্ছে তখন এপ্রিল মাসের শেষ দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ স্থানীয় উদ্যোমী যুবকদের নিয়ে করোনা প্রতিরোধে গড়ে তুলেন ‘কুইক রেসপন্স টিম’ নামে একটি স্বেচ্ছাসেবী গ্রুপ।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র নির্দেশনায় গত ১৫ দিনের বেশী সময় ধরে মাটিরাঙ্গায় সামাজিক দুরত্ব নিশ্চিতসহ হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে রাত-বিরাতে মাটিরাঙ্গা থেকে তানাক্কাপাড়া পর্যন্ত ছুটে চলছে ‘ওরা নয় জন’। শুধু হোম কোয়ারেন্টিন নিশ্চিতই নয়, কোয়ারেন্টিনে রাখা পরিবারদের কাছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৪ দিনের খাবার পৌঁছে দিতেও কাছ করছেন ‘কুইক রেসপন্স টিম’র ওরা সাত জন।

ইতোমধ্যে মাটিরাঙ্গা পৌর সদর, যামিনীপাড়া ও আমতলীসহ বিভিন্ন ইউনিয়নে শতাধিক পরিবারের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র নেতৃত্বাধীন কুইক রেসপন্স টীমের ওরা নয়জন। শুধু হোম কোয়ারেন্টিন নিশ্চতই নয়, তাদের বাড়িতে খাবার পৌছে দেয়াসহ কোয়ারেন্টিনে থাকা পরিবারের সদস্যদের নিয়মিত খোঁজ খবর রাখছে উদ্যোমী ওরা নয়জন।

‘কুইক রেসপন্স টিম’র প্রধান সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন রিপন বলেন, আমরা দেখেছি করোনাভাইরাইস প্রতিরোধে শুরু থেকেই মাটিরাঙ্গার মানুষকে নিরাপদ রাখতে অবিারম কাজ করে গেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

একপর্যায়ে আমাদের মনে হলো মাটিরাঙ্গার মানুষকে নিরাপদ রাখতে আমাদেরও দায়িত্ব আছে। তখনই আমরা নিজেরাই জনগনকে সচেতন করতে নিজেদের উদ্যোগে স্বল্প পরিসরে কাজ শুরু করি। আমরা মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করি। এক পর্যায়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ‘কুইক রেসপন্স টিম’ গঠনের মাধ্যমে আমাদেরকে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ করে দেন।

করোনাভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে ছুটে চলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ওদের কাজ দেখেই মনে হয়েছিল ওদেরকে কাজে লাগানো যেতে পারে। মধ্যবিত্তদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার চিন্তা থেকেই ওদেরকে দিয়ে গঠন করি ‘কুইক রেসপন্স টিম’।

বর্তমানে ওরা মাটিরাঙ্গায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বড় ধরনের ভুমিকা রাখছে। সামাজিক দুরত্ব নিশ্চিতকরাসহ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করছে এসব যুবকরা। করোনাকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পাশে থেকে মাটিরাঙ্গার মানুষকে নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করছে ওরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউএনও, করোনাভাইরাস, মাটিরাঙা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন