নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী বিচার চেয়ে স্মারকলিপি

ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চেয়ে কাপ্তাই কর্ণফুলী কলেজ ছাত্রদল স্মারকলিপি দিয়েছে অধ্যক্ষ বরাবরে।
বৃহস্পতিবার ( ৬ফেব্রুয়ারি ) বেলা ১১টায় কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে নিষিদ্ধ ছাত্রলীগের বিচার চেয়ে এবং সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি দেন কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদল কাপ্তাই উপজেলা ছাত্রদল আহবায়ক সেকান্দার আলী রাসেল, উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাত হোসেন, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক আবদুল্লাহ আল মামুন অপু, কলেজ ছাত্রদল সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশসহ উপজেলা, কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।