parbattanews

নিষেধাজ্ঞা অমান্য করে রোহিঙ্গা ক্যাম্পে রাতে অবস্থান: বিদেশিসহ ২৬ জন আটক


নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ বিদেশিসহ ২৬ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট খালেদ মাহমুদ ও সহকারী পুলিশ সুপার চাউলাই মার্মার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন চীনের, চারজন ব্রিটিশ ও ২১ জন বাংলাদেশি নাগরিক। নিষেধাজ্ঞা অমান্য করে রাতে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করায় তাদের আটক করা হয়।

তিনি জানান, মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে বিদেশিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিলেও অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নিকারুজ্জামান জানান, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে অনুপ্রবেশ বা অবস্থান না করার নির্দেশনা দেওয়া আছে। গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে অভিযান চালানো হয়। এখন প্রতিদিন সন্ধ্যার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’

Exit mobile version