নিহত পুলিশ সদস্যদের স্মরণে আলীকদম থানায় মোমবাতি প্রজ্জ্বলন
সারা দেশে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বান্দরবানের আলীকদম থানা পুলিশ।
সোমবার (১২ আগস্ট) রাত ৮টার সময় থানা কার্যালয় জুড়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন পুলিশ সদস্যরা।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, সারা দেশে অসংখ্য পুলিশ সদস্যদের নির্মম নির্যাতন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকে।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের জান-মালের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ সদস্যরা নিহত হয়েছেন। মোমবাতি প্রজ্জ্বলন করে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে আলীকদম থানা পুলিশ। পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে।
Facebook Comment