নিহত বিজ্ঞানীরা ইরানের পারমাণবিক প্রকল্পের জ্ঞানভাণ্ডার ছিলেন


১৩ জুন ২০২৫ ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ইরানের পারমাণবিক প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানভাণ্ডার ছিলেন। পারমাণবিক অস্ত্র তৈরিতে তাদের কয়েক দশকের অভিজ্ঞতা ছিল।
প্রাণ হারানো ৯ বিজ্ঞানী হলেন- পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ ফেরেইদুন আব্বাসি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ মোহাম্মদ মেহদি তেহরানচি, রসায়ন প্রকৌশল বিশেষজ্ঞ আকবর মোতালেবি জাদেহ, ম্যাটেরিয়াল প্রকৌশল বিশেষজ্ঞ সাঈদ বারজি, পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ আমির হাসান ফাখাহি, রিঅ্যাক্টর ফিজিক্স বিশেষজ্ঞ আব্দ আল-হামিদ মিনোশেহর, পদার্থবিজ্ঞানী মানসুর আসগারি, পারমাণবিক প্রকৌশল বিশেষজ্ঞ আহমদ রেজা জুলফাগারি দারিয়ানি ও যান্ত্রিক প্রকৌশল বিশেষজ্ঞ আলী বাখৌয়েই কাতিরিমি।
‘অপারেশন রাইজিং লায়নে নিহত ইরানি বিজ্ঞানীদের নামের এই তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, বিজ্ঞানীদের হত্যা ইরানের সরকারের গণবিধ্বংসী অস্ত্র তৈরির সক্ষমতায় বড় ধরনের আঘাত। ইসরাইলি গোয়েন্দা বিভাগের সংগৃহীত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইরানে অত্যন্ত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়।
এ বিষয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়, ইসরায়ালি নতুন হামলায় ইরানের আরও তিনজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার ভোরের দিকে তেহরানে একযোগে চালানো হামলায় ওই ৯ বিজ্ঞানী নিহত হন। একই হামলায় আরও ডজনখানেক সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল; যাদের মধ্যে ছয়জন ছিলেন শীর্ষ পর্যায়ের। এই হামলার জবাবে ইরান শনিবার ও রোববার রাতে ভয়াবহ হামলা চালিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করে দিতে শুরু করে এবং হামলা আরো তীব্র হবে বলে হুমকি দেয়।