parbattanews

নিহার জন্মদিন পানছড়ির ভারসাম্যহীনদের নিয়ে

শুক্রবার রাত প্রায় দশটা। মোবাইলের নিভু নিভু আলোতে দেখা গেল ছোট্ট একটি শিশু পানছড়ি বাজারের আশ-পাশ এলাকার ভারসাম্যহীনদের মাঝে খাবার বিতরণ করছে। কাছে গিয়ে জানা যায়, শিশুটির নাম নুশরাত ফারিয়া নিহা। সাথে রয়েছে তার মামা ফারুক ও বন্ধুরা।

কথা বলে জানা যায়, নিহা পানছড়ি বাজারের ব্যবসায়ী মো: আবদুল্লাহ ও পারভিন আক্তারের মেয়ে। সে পানছড়ি সানরাইজ কিন্ডার গার্টেনের কেজি ওয়ানের শিক্ষার্থী। আজ ৫ জুন শুক্রবার ছিল নিহার ৭ম জন্মবার্ষিকী। তাই নিহার বায়না জন্মদিনে ভারসাম্যহীনদের ডিম মুরগী দিয়ে বিরিয়ানি খাওয়াবে।

আদরের সন্তানের কথায় মা-বাবারও সম্মতি। বাড়িতে রান্না করা বিরিয়ানি সাত বছরের এই শিশু রাতেই ১৩জন ভারসাম্যহীনের হাতে তুলে দিয়ে শতভাগ মনের তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে।

সাত বছরের শিশুটির এমন উদার মনমানসিকতার প্রশংসা করলেন মামা ফারুক ও তার বন্ধু মিন্টু, সাব্বির, রহিম, মামুন ও কামরুল। তারা বলেন, শিশুটির কর্মকান্ড যেন একটি বিরল দৃষ্টান্ত।

সবশেষে নিহার কাছে প্রশ্ন? তুমি ওদের ভয় পাওনা। তার সোজা উত্তর, ওরাওতো মানুষ ভয় পাবো কেন?

Exit mobile version