parbattanews

নুনেজের জোড়া গোলে দুর্দান্ত জয় লিভারপুলের

নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে সাউথাম্পটনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। জোড়া গোল করেছেন ডারউইন নুনেজ, অন্য গোলটি করেন রবের্তো ফিরমিনো। সাউথাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন চে অ্যাডামস।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি-কিকে হেডে সাউথাম্পটনের জালে বল পাঠান ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো।

ঠিক একইভাবে সেট পিস থেকেই নবম মিনিটে সমতায় ফিরে সাউথাম্পটন। জেমস ওয়ার্ড-প্রাউসের ফ্রি-কিকে হেডে স্বাগতিকদের জালে বল পাঠান চে অ্যাডামস।

১৬তম মিনিটে আরেকটি সুযোগ পায় লিভারপুল। মোহাম্মদ সালাহর প্রচেষ্টা দারুণভাবে ঠেকিয়ে দেন সাউথাম্পটনের আইরিশ গোলরক্ষক গ্যাভিন বাজুনু।

২১তম মিনিটে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। বেশ কয়েকবার সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। হার্ভে এলিয়টের ক্রসে ভলিতে গোলটি করেন উরুগুয়াইন ফরোয়ার্ড ডারউইন নুনেজ।

বিরতির তিন মিনিট আগে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-১ করেন উরুগুয়ের ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ডারউইন নুনেজ। বাঁ দিক থেকে রবার্টসনের পাসে কাছ থেকে স্লাইডে সফরকারীদের জালে বল পাঠান তিনি। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর ৬২তম মিনিটে সুবর্ণ সুযোগ পান সালাহ। বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মিসরের এই ফরোয়ার্ড। সামনে একমাত্র বাধা গোরক্ষক। তবে শেষ মুহূর্তে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের চ্যালেঞ্জে পড়ে যান তিনি। পেনাল্টির আবেদন করলেও রেফারি সাড়া দেননি।

শেষ দিকে ডাচ ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা।

১৪ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। ১৫ ম্যাচে নবম হারের স্বাদ পাওয়া সাউথাম্পটন ১২ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে।

Exit mobile version