parbattanews

নেপালকে হারালেই সাফের ফাইনাল খেলবে বাংলাদেশ

চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাংলাদেশ  আর মাত্র একটি জয়ের প্রয়োজন । রাউন্ড রবিন লিগ পদ্ধতির শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই ২০০৫ সালের পর আবারো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে বাংলাদেশ। আরও একবার ফাইনাল খেলার স্বপ্নে বিভোর হয়ে আছে ফুটবলাররা।

গত রাতে নেপালে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশের সমীকরণ সহজ করে দিয়েছে ভারত। শুধু বাংলাদেশ নয়, নিজেদের সমীকরণটাও ডু ও ডাই ম্যাচে নিয়ে এসেছে। জিতলেই ফাইনাল-এমন সমীকরণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারত।ভারতকে লড়তে হবে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন মাদ্বীপের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ লড়বে নেপালের সাথে। ড্র করলে বা হারলে বিদায় নিতে হবে অস্কার ব্রুজন শিষ্যদের। তবে নেপাল ও মালদ্বীপের সমীকরণ আরো সহজ, ড্র করলেই নিশ্চিত হবে ফাইনাল।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচ খেলে দুই ম্যাচে গোল পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের দুই গোলই এসেছে দুই ডিফেন্ডারের কাছ থেকে। এখনো ফরোয়ার্ডদের পা থেকে গোলের দেখা পায়নি বাংলাদেশ। এর ফলে ফরোয়ার্ডদের নিয়ে দুঃশ্চিন্তা করতেই পারেন অস্কার ব্রুজন।

তবে এমন সমীকরণের সামনের দাঁড়িয়ে নেপালকে হারাতে বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ বাংলার ফুটবলাররা। হাফ চান্স পেলেও সেটাকে ফুল চান্সে গোলে পরিণত করার লক্ষ্য ঠিক করেছে।

প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে দশ জনের দল নিয়েই ভারতকে ১-১ গোলে রুখে দেয় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে নেপাল প্রথম ম্যাচে মালদ্বীপকে হারানোর পর শ্রীলংকাকেও হারিয়েছে। তবে তৃতীয় ম্যাচে এসে ভারতের কাছে হার আত্মবিশ্বাসে কিছুটা টান দিয়েছে।আগামী ১৩ই অক্টোবর বিকাল ৫টায় মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

Exit mobile version