parbattanews

নোংরা আবর্জনা থেকে মুক্তি চাই থানচি বাজারের মানুষ

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের থানচি বাজারে ময়লা আবর্জনায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। পাশাপাশি বাজারে দূর্গন্ধে ভ্রমন পিপাসু পর্যটকরা চলাচল করছে নাকে হাত দিয়ে। বাজারের সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই অবস্থার তৈরি হয়েছে।

জানা গেছে, বাজারের ময়লা আবর্জনার বিষয়ে সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে  গেলেও এ বিষয়ে এখনো কার্যত কোন ব্যবস্থা নিতে পারেনি সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, থানচি বাজার মসজিদ সড়কের পাশের ময়লা আবর্জনারস্তুপের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে থানচি বাজার সংলগ্ন বিসমিল্লাহ হোটেলের পার্শ্বের ড্রেনের নোংরা আবর্জনার পানি সড়কে উঠে গিয়ে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে থানচি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন-  ড্রেন পানি ভর্তি ও হোটেলের ময়লা আবজর্না ফেলার কারণে নালার এই অবস্থা তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে জানতে চাইলে থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদল) বলেন- ময়লা আবর্জনা যারা ফেলছেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যামে ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version